মজুরী রেশন বন্ধ দীর্ঘদিন, ধরণীপুরের ৩৫০ চা শ্রমিক পরিবার তৃণমূল থেকে বিজেপিতে

  • 05 May, 2025 01:33 PM
  • 0

জলপাইগুড়ি, ৫মে

জলপাইগুড়ির ডুয়ার্সের ধরণীপুর চা বাগানে শ্রমিকদের বড়সড় দলবদল ঘটল। বিজেপির দাবি, এদিন প্রায় ৩৫০টি শ্রমিক পরিবার তাদের দলে যোগ দিয়েছে। ফলে কার্যত তৃণমূল ও তার শ্রমিক সংগঠন সেখানে অস্তিত্বহীন হয়ে পড়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

জানা গিয়েছে, নাগরাকাটা ব্লকের এই ধরণীপুর চা বাগানে দীর্ঘ প্রায় দুই দশক ধরে চলছে অচলাবস্থা। একে তো উৎপাদন বন্ধ, তার উপরে মাসের পর মাস ধরে মজুরি, রেশন, পিএফ ও গ্রাচুইটি বকেয়া পড়ে রয়েছে। শ্রমিকরা একাধিকবার তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের দ্বারস্থ হলেও সুরাহা মেলেনি।

এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ শ্রমিকরা দলবদলের সিদ্ধান্ত নেন। সেইমতো রবিবার বিকেলে বাগান অফিসের সামনে ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সভায় একযোগে প্রায় ৩৫০টি পরিবার বিজেপিতে যোগ দেয়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি শ্যামল রায়, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা সহ একাধিক বিজেপি নেতা।

বিজেপির দাবি, এই যোগদানের ফলে ধরণীপুর চা বাগানে তৃণমূল কার্যত নিঃশেষ। শ্রমিকদের সমস্যা সমাধানে তারা সক্রিয় উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দিয়েছেন বিজেপি নেতৃত্ব।

২০২৬-এর নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে বড় ধাক্কা হিসেবে দেখছে রাজনৈতিক মহল। শাসকদলের সংগঠনের ওপর শ্রমিকদের আস্থাহীনতা যে ক্রমেই বাড়ছে, তা এদিনের যোগদান থেকেই স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts
আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

পুরনো শত্রুতার জেরে ছুরি দিয়ে গলার নলী কেটে খুনের চেষ্টা, রক্তাক্ত বিজেপি কর্মী

পুরনো শত্রুতার জেরে ছুরি দিয়ে গলার নলী কেটে খুনের চেষ্টা, রক্তাক্ত বিজেপি কর্মী

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কৃষ্ণনগরে মিড ডে মিল সহায়িকাদের বিক্ষোভ, একাধিক দাবি তুলে ধরলেন সংগঠনের নেতৃবৃন্দ

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কৃষ্ণনগরে মিড ডে মিল সহায়িকাদের বিক্ষোভ, একাধিক দাবি তুলে ধরলেন সংগঠনের নেতৃবৃন্দ

কিসের কুসুম?- হাড়েহাড়ে টের পাচ্ছেন ময়ূখ! ৪৫টির উপর FIR, অফিস ঘেরাও রিপাবলিক বাংলার

কিসের কুসুম?- হাড়েহাড়ে টের পাচ্ছেন ময়ূখ! ৪৫টির উপর FIR, অফিস ঘেরাও রিপাবলিক বাংলার

Commnets 0
Leave A Comment