মদনপুর, নদিয়া, ৪ মে
নদীয়ার কল্যাণী ব্লকের মদনপুর কাজীর বাগান এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। বিজেপি কর্মী দিনেশ সরকারকে খুর দিয়ে গলার নলী কেটে খুনের চেষ্টা করা হয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ স্থানীয় সাইকেল মেরামতির একটি দোকানে বসেছিলেন বছর ৪৫-এর দিনেশ সরকার ওরফে দিনু। হঠাৎই পেছন থেকে হামলা চালায় গয়া বিশ্বাসের আত্মীয় সঞ্জয় বিশ্বাস নামক এক যুবক।
ঘটনাস্থলে ছুরি দিয়ে গলার উপরে ধারালো কোপ মারার পরে রক্তাক্ত অবস্থায় পালাতে থাকেন দিনেশ সরকার। অভিযোগ, সঞ্জয় বিশ্বাস তখন পেছন থেকে শাবল নিয়ে তাড়া করে তাঁকে। স্থানীয় এক অটোচালক দেখতে পেয়ে এগিয়ে এলে চম্পট দেয় অভিযুক্ত সঞ্জয়।
তৎক্ষণাৎ আহত বিজেপি কর্মীকে স্থানীয়রা উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করান। সেখানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং অবস্থা গুরুতর বলেই জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাকদহ থানার পুলিশ। তদন্তে নেমে প্রাথমিকভাবে জানা গেছে, পুরনো রাজনৈতিক শত্রুতার জেরেই এই হামলা। স্থানীয় সূত্রে দাবি, দিনেশ সরকার একজন সক্রিয় বিজেপি কর্মী এবং অভিযুক্ত সঞ্জয় বিশ্বাস পূর্বতন তৃণমূল কর্মী, যিনি গত বিধানসভা নির্বাচনের সময় এলাকার রাজনৈতিক অশান্তির সাথে যুক্ত ছিলেন।
স্থানীয় মানুষদের বক্তব্য, নির্বাচনের পর সঞ্জয়ের পরিবার এলাকাছাড়া হয়েছিল। তারপর সম্প্রতি এলাকায় ফিরে এসে পরিকল্পিতভাবে এই হামলা চালায় সঞ্জয়।
চাকদহ থানার পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত এখনো পলাতক। তবে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে। হামলার প্রকৃত কারণ জানতে তদন্ত জারি রয়েছে।
বাংলা ট্যাগস: নদীয়া, মদনপুর, গলার নলী কাটা, ছুরি হামলা, বিজেপি কর্মী, তৃণমূল কর্মী, রাজনৈতিক হিংসা, চাকদহ থানা, কল্যাণী হাসপাতাল, সঞ্জয় বিশ্বাস
English Keywords:
Meta Description (বাংলা):
Meta Description (English):
; prime accused Sanjay Biswas absconding amid political rivalry.