আলিপুরদুয়ার, ৪ মে
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন উমাচরণপুরে রবিবার সকালে দেখা মিলল এক বিশালাকার পাইথনের। সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ এক কৃষকের ভুট্টা ক্ষেত ও সুপারি বাগানের মাঝখানে বসানো জালে আটকে পড়ে পাইথনটি।
স্থানীয় বাসিন্দারা প্রথমে পাইথনটিকে জালের মধ্যে ধস্তাধস্তি করতে দেখেন এবং সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর পাঠান। খবর পেয়েই জলদাপাড়া বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত পাইথনটিকে জাল থেকে মুক্ত করে নিরাপদে উদ্ধার করেন।
জানা গেছে, পাইথনটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। জলদাপাড়ার হলং বিটের বিট অফিসার আরিফ মন্ডল জানিয়েছেন, উদ্ধার করা পাইথনটিকে পর্যবেক্ষণের পর জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
স্থানীয়দের একাংশের মতে, বনাঞ্চল সংলগ্ন এলাকায় এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটছে। তবে বনদপ্তরের দ্রুত পদক্ষেপে প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে।
বাংলা ট্যাগস:
English Keywords:
Meta Description (বাংলা):
।
Meta Description (English):
; forest officials rescued it safely and plan to release it into the wild.