কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২২ জন পর্যটকের মৃত্যুর পর গোটা দেশ যখন শোকস্তব্ধ, তখন দেশের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হন নদিয়ার তেহট্ট পাথরঘাটার সন্তান, জওয়ান ঝন্টু আলী শেখ। বাংলার এই শহীদ জওয়ানের মৃত্যুতে রাজ্যের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।
ঠিক এই আবহেই সামনে এল এক বিতর্কিত ফোনকলের অডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিওতে শোনা যাচ্ছে বিজেপি নদীয়া উত্তর জেলা সাংগঠনিক সভাপতি অর্জুন বিশ্বাসের কথোপকথন। অডিওটি প্রথম ছড়িয়ে পড়ে কিছু বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে, এবং মুহূর্তে তা নিন্দার ঝড় তোলে রাজ্য জুড়ে।
কি আছে সেই ভাইরাল অডিওতে?
ফোন রেকর্ডিংয়ে বিজেপি কর্মীর কণ্ঠে হতাশা এবং বিব্রত ভাব স্পষ্ট।
এই অডিও সামনে আসার পর প্রশ্ন ছুড়ে দিচ্ছেন নেটিজেনরা— দেশের জন্য আত্মবলিদান দেওয়া শহীদের ধর্মও কি বিজেপির কাছে গুরুত্বপূর্ণ? শহীদ ঝন্টু আলী শেখের জন্য সম্মান প্রদর্শনের বদলে ধর্মের ভিত্তিতে এমন মন্তব্য কি বিজেপির নীতির পরিচয় বহন করে?
এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই এই ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে।
***যদিও এই ভাইরাল অডিওর সত্যটা যাচাই করেনি কৃষ্ণনগর ডট কম