মরে*ছে তো কি হয়েছে?- নদিয়ার শহীদ জওয়ানের মৃত্যু ঘিরে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য, ভাইরাল অডিওতে নিন্দার ঝড়

  • 26 Apr, 2025 01:13 PM
  • 0

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২২ জন পর্যটকের মৃত্যুর পর গোটা দেশ যখন শোকস্তব্ধ, তখন দেশের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হন নদিয়ার তেহট্ট পাথরঘাটার সন্তান, জওয়ান ঝন্টু আলী শেখ। বাংলার এই শহীদ জওয়ানের মৃত্যুতে রাজ্যের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।

ঠিক এই আবহেই সামনে এল এক বিতর্কিত ফোনকলের অডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিওতে শোনা যাচ্ছে বিজেপি নদীয়া উত্তর জেলা সাংগঠনিক সভাপতি অর্জুন বিশ্বাসের কথোপকথন। অডিওটি প্রথম ছড়িয়ে পড়ে কিছু বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে, এবং মুহূর্তে তা নিন্দার ঝড় তোলে রাজ্য জুড়ে।

কি আছে সেই ভাইরাল অডিওতে?

একজন নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি কর্মী ফোনে অর্জুন বিশ্বাসকে জানাচ্ছেন, শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের বাড়িতে সিপিএম নেতৃত্ব পৌঁছে গিয়েছেন এবং বিজেপির উচিত ছিল সেখানে গিয়ে পরিবারের পাশে দাঁড়ানো। উত্তরে অর্জুন বিশ্বাসকে বলতে শোনা যায়—
"রাখো তোমার ব্যাকফুট... একটা মুসলমান মরেছে তাই কি হয়েছে? ওখানে গেলে কি একটা ভোট বেশি হবে?"

পাল্টা প্রশ্নে ওই বিজেপি কর্মী বলেন,
"ভোটের রাজনীতি দেখতে গেলে হবে?"

উত্তরে অর্জুন বিশ্বাসের সাফ মন্তব্য—
"ভোটের রাজনীতি দেখতে হবে। স্পষ্ট কথা!"

ফোন রেকর্ডিংয়ে বিজেপি কর্মীর কণ্ঠে হতাশা এবং বিব্রত ভাব স্পষ্ট।

এই অডিও সামনে আসার পর প্রশ্ন ছুড়ে দিচ্ছেন নেটিজেনরা— দেশের জন্য আত্মবলিদান দেওয়া শহীদের ধর্মও কি বিজেপির কাছে গুরুত্বপূর্ণ? শহীদ ঝন্টু আলী শেখের জন্য সম্মান প্রদর্শনের বদলে ধর্মের ভিত্তিতে এমন মন্তব্য কি বিজেপির নীতির পরিচয় বহন করে?

এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই এই ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে।

***যদিও এই ভাইরাল অডিওর সত্যটা যাচাই করেনি কৃষ্ণনগর ডট কম  

অডিও লিঙ্কঃ https://www.facebook.com/anshuman.sengupta.9/videos/682012717565935/

Related Posts
আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

পুরনো শত্রুতার জেরে ছুরি দিয়ে গলার নলী কেটে খুনের চেষ্টা, রক্তাক্ত বিজেপি কর্মী

পুরনো শত্রুতার জেরে ছুরি দিয়ে গলার নলী কেটে খুনের চেষ্টা, রক্তাক্ত বিজেপি কর্মী

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কৃষ্ণনগরে মিড ডে মিল সহায়িকাদের বিক্ষোভ, একাধিক দাবি তুলে ধরলেন সংগঠনের নেতৃবৃন্দ

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কৃষ্ণনগরে মিড ডে মিল সহায়িকাদের বিক্ষোভ, একাধিক দাবি তুলে ধরলেন সংগঠনের নেতৃবৃন্দ

কিসের কুসুম?- হাড়েহাড়ে টের পাচ্ছেন ময়ূখ! ৪৫টির উপর FIR, অফিস ঘেরাও রিপাবলিক বাংলার

কিসের কুসুম?- হাড়েহাড়ে টের পাচ্ছেন ময়ূখ! ৪৫টির উপর FIR, অফিস ঘেরাও রিপাবলিক বাংলার

Commnets 0
Leave A Comment