শান্তিপুর, নদিয়া, ৪ মে
প্রেম করে বিয়ে, দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবন, আট বছরের সন্তান—সবকিছুকে ছাপিয়ে অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর। স্ত্রীর মুখ সুন্দর, বিশেষ করে নাকটা বেশ পছন্দ—এমন অদ্ভুত এক ভালোলাগা থেকেই ঘটে গেল রীতিমতো হিংস্র ঘটনা।
ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার ১১ নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা বাপন শেখ ও তাঁর স্ত্রী মধু খাতুনের মধ্যে বিয়ে হয় প্রেমের সূত্র ধরে। সংসারে এক কন্যাসন্তানও রয়েছে। কিন্তু বিয়ের এত বছর পর আচমকা এমন এক নারকীয় ঘটনার মুখোমুখি হতে হবে, তা স্বপ্নেও ভাবেননি মধু খাতুন।
গত বৃহস্পতিবার রাতে, ঘুমন্ত অবস্থায় আচমকা স্ত্রীর নাকে কামড়ে দেয় বাপন শেখ। যন্ত্রণায় চিৎকার করে উঠে পড়েন মধু খাতুন। পালাতে গেলে স্বামী আবারও তাঁর আঙুলে কামড় বসায় বলে অভিযোগ। এরপর কোনওরকমে নিজেকে রক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে আসেন মধু খাতুন।
হাসপাতালে চিকিৎসার পর রবিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি, স্ত্রীর অভিযোগ—বাপন শেখ নিয়মিত মদ্যপান করত এবং বারবার বলত, “তোর নাকটা খুব সুন্দর, একদিন কামড়ে খেয়ে নেব।” শুধু তাই নয়, মুখ সুন্দর বলে এসিড হামলার হুমকিও দিত স্বামী।
অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত বাপন শেখকে গ্রেফতার করে এবং রবিবার তাঁকে রানাঘাট আদালতে তোলা হয়।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সকলেই প্রশ্ন তুলছেন, ভালোলাগা কি এতটাই বিপজ্জনক হতে পারে?
ঘটনার
মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণ করলে বলা যায়- বাপন শেখের এই আচরণ শুধুমাত্র একটি বিচ্ছিন্ন উন্মাদনা নয় — বরং এটি একাধিক মনস্তাত্ত্বিক সমস্যার ফলাফল, যার মধ্যে রয়েছে বিকৃত আসক্তি, মদ্যপতা, সহিংসতার প্রতি ঝোঁক এবং স্ত্রীকে নিয়ন্ত্রণ করার অপরাধপ্রবণ মানসিকতা।